গণরায় মেনে নেওয়ার অঙ্গীকার ৬ প্রার্থীর

সুজনের অনুষ্ঠানে ৬ প্রার্থী (ছবি– প্রতিনিধি)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়-পরাজয় যা-ই হোক, গণরায় মেনে নেওয়ার অঙ্গীকার করেছেন বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের ৬ প্রার্থী। শনিবার দুপুর ১২টায় বাবুগঞ্জ উপজেলায় রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে এই অঙ্গিকার করেন তারা।

৬ প্রার্থী হলেন– বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাজোটের শেখ মো. টিপু সুলতান, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ সিরাজুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের এনায়েত কবির এবং স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিক।

অনুষ্ঠানের আয়োজক এবং অংশগ্রহণকারী সবাই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি চেয়েছেন।

সুজনের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি খালেদা ওহাবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সুজনের জেলা সমন্বয়ক মেহের আফরোজ মিতা বলেন, ‘এই অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে একটা ধারণা পেয়েছেন স্থানীয় জনগণ। তারা জেনে-বুঝে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারবেন। অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে একটা সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তারা নির্বাচিত হতে পারলে কী কী উন্নয়ন করবেন, সে বিষয়ে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছেন।’