২৮ বছর পর কমিটি পেলো আগৈলঝাড়া আ. লীগ

সভাপতি ও সাধারণ সম্পাদক২৮ বছর পর ১৮ সদস্যের কমিটি পেলো আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস স্বাক্ষরিত কমিটির সভাপতি হচ্ছেন সুনীল কুমার বাড়ৈ এবং সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন।

কমিটির সহ-সভাপতি হচ্ছেন, আব্দুর রইচ সেরনিয়াবাত,অপূর্ব লাল হালদার,এসমএম হেমায়েত উদ্দিন সরদার,লিয়াকত আলী হাওলাদার,রুস্তুম সেরনিয়াবাত,নিত্যানন্দ মজুমদার ও আব্দুস সাত্তার মোল্লা। যুগ্ম সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার,রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার ও আবুল বাশার হাওলাদার। সাংগঠনিক সম্পাদক বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস,বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ও রফিকুল তালুকদার। আইন বিষয়ক সম্পাদক আবুল কাশেম সরদার,কৃষি বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার ও শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার।  

দলীয় সূত্র জানা যায়,১৯৯০ সালের মার্চ মাসে সর্বশেষ কাউন্সিলের মাধ্যমে অতুল মালাকারকে সভাপতি ও আব্দুর রইচ সেরনিয়াবাত সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটির পরে আওয়ামী লীগের কোনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। ১৯৯৭ সালে শিক্ষক অরুণ কৃষ্ণ হালদারকে প্রধান করে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। ২০০২ সালে পুনরায় ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হন ইউসুফ মোল্লা।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় ২০১৪ সালের ৮ মার্চ সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার হন যতীন। ওই বছর ১৩ ডিসেম্বর ইউসুফ মোল্লা মারা যান। সেই থেকে সভাপতি ও সাধারণ সম্পাকের পদ শূন্য ছিল। নেতৃত্ব শূন্য উপজেলা আওয়ামী লীগের সমন্বয়কের দায়িত্ব পালনে হাল ধরেন সাবেক ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন সেরনিয়াবাত।