পটুয়াখালীতে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু বৃহস্পতিবার

 

জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনপটুয়াখালীতে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন-২০১৯ শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি) থেকে। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের দরবার হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।



সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরি বলেন, ‘জাতীয় নজরুল সম্মেলন উপলক্ষে বিভিন্ন স্থান থেকে শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক ও গন্যমান্য ব্যক্তিরা পটুয়াখালীতে আসবেন। ইতোমধ্যে অনুষ্ঠানকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালির পর কর্মসূচির উদ্বোধন করা হবে।’
সংবাদ সম্মেলনে কবি নজরুল ইনস্টিটিউটের সচিব আব্দুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ, তথ্য কর্মকর্তা জাকির হোসেন, পটুয়াখালী প্রেস ক্লাবের সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
তিন দিনের এ কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সংগীত, নৃত্য, নজরুলের জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রদর্শনী ও গ্রন্থমেলা। এ অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন। ডিসি মঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। কবি নজরুল ইনস্টিটিউট ও পটুয়াখালী জেলা প্রসাশনের যৌথ উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হবে।