গৌরনদীতে নির্যাতনের শিকার স্কুলছাত্রের মৃত্যু





বরিশালবরিশালের গৌরনদীতে নির্যাতনের শিকার স্কুলছাত্র সৌরভ মন্ডল (১০) মারা গেছে। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে তার মৃত্যু হয়। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সৌরভের বাবা কার্তিক মন্ডল ব্লক ম্যানেজার বেল্লাল মোল্লা ও ফারুক হাওলাদারকে আসামি করে গৌরনদী থানায় হত্যা মামলা দায়ের করেন।


মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গত ১৫ ফেব্রুয়ারি উপজেলার দক্ষিণ মাগুরা গ্রামে সেচপাম্পের (মেশিনের) সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে বেল্লাল ও ফারুক সৌরভকে নির্যাতন করে। একপর্যায়ে লাথি দিয়ে ইরি-বোরো ব্লকের ড্রেনের ভেতর ফেলে দেয়। খবর পেয়ে বাড়ির লোকজনে মুমূর্ষু অবস্থায় সৌরভকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে সৌরভকে ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ মারা যায়। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান আরও জানান, সৌরভ দক্ষিণ মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তার বাবা কার্তিক মন্ডল গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের দিনমজুর।