বরিশাল জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণের নির্দেশ

বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

বরিশাল জেনারেল হাসপাতালের পুরাতন পাঁচ ভবন ভেঙে ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘হাসপাতালের পুরাতন পাঁচ ভবন ঝুঁকিপূর্ণ। ১০০ শয্যার এ হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নত এবং নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। স্থাপত্য বিভাগের অনাপত্তি নিয়ে পুরাতন ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিন নগরীর আমানতগঞ্জে নির্মাণাধীন ২০০ শয্যার শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অনেকে।