দক্ষিণাঞ্চলেও এখন উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানি উন্নয়ন বোর্ডের কাজ পরিদর্শনে জাহিদ ফারুক (ছবি– প্রতিনিধি)

শেখ হাসিনার সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে বলেই পিরোজপুরের ভাণ্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলেও এখন উন্নয়নের ছোঁয়া দৃশ্যমান বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

শুক্রবার (২২ মার্চ) দুপুরে ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের কচাঁ নদী তীরবর্তী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীন ব্লক পাইলিং নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ ফারুক বলেন, ‘ভাণ্ডারিয়া উপজেলায় বিশ্বব্যাংকের অর্থায়নে ৪৫২ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ হলে ঝড় ও জলোচ্ছ্বাসের হাত থেকে এ অঞ্চলের মানুষ রক্ষা পাবে।’

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রকল্প পরিচালক প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমানসহ অনেকে।