ভালোবাসার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করছি: দুদক কমিশনার

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দুদক কমিশনার (ছবি– প্রতিনিধি)

দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, ‘কেউ আইনের বাইরে নয়। তবে আমরা আইনের ক্ষমতা প্রয়োগে নয়, ভালোবাসার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করছি। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। তাহলেই দুর্নীতি প্রতিরোধ সহজ হবে।’

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় বরিশাল টাউন হলে শ্রেষ্ঠ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোজাম্মেল হক খান বলেন, ‘সত্যিকার অর্থে আমরা দুর্নীতিমুক্ত হতে পারলে দেশ সবার চেয়ে এগিয়ে যাবে। দেশে দুর্নীতি হচ্ছে তা জানতাম; এখন দায়িত্ব নিয়ে প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি দুর্নীতি কত প্রকার, কত রকম।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষকে আরও সচেতন করতে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সংখ্যা বাড়াতে হবে। এতে দুর্নীতি প্রতিরোধ সম্ভব হবে। যে দেশ যত উন্নত, সে দেশে দুর্নীতি কম।’

তিনি বলেন, ‘সরকার যে হারে বেতন বাড়িয়েছে, তাতে দুর্নীতি করার প্রয়োজন হয় না।’

দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। এতে আরও বক্তব্য রাখেন– ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল দুদকের উপ-পরিচালক মো. জুলফিকার আলি খান।