গৌরনদীতে একই পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে জখম

বরিশাল

জমি নিয়ে বিরোধের জেরে বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়ায় একই পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন—বাসুদেবপাড়ার হাবিব সরদার, আলমগীর সরদার, জাহাঙ্গীর সরদার, মজিবর সরদার, রুমা বেগম ও শান্ত সরদার। এদের মধ্যে গুরুতর আহত হাবিব ও আলমগীরকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক চারজন হলেন নজরুল প্যাদা, রিমন প্যাদা, কামরুল প্যাদা ও তুষার আকন।

স্থানীয়রা জানান, হাবিব সরদারের পরিবারের সঙ্গে চার একর ২৫ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী নজরুল প্যাদার পরিবারের ৩২ বছর ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে ওই দুই পরিবারের মধ্যে বেশ কয়েকবার হামলা-মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নজরুল প্যাদা ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ১০-১২ জনকে সঙ্গে নিয়ে হাবিব সরদারের বাড়িতে হামলা চালায়। এ সময় ওই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

গৌরনদী থানার সেকেন্ড অফিসার এস আই মো. তৌহিদুজ্জামান জানান, ঘটনার পর অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।