সার্জেন্ট কিবরিয়ার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

সার্জেন্ট গোলাম কিবরিয়া

বরিশালে কাভার্ড ভ্যান চাপায় নিহত মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট গোলাম কিবরিয়া মিকেলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টায় বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয়।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানাজায় উপস্থিত ছিলেন। জানাজা শেষে তার কফিনে রাষ্ট্রিয় সম্মাননা জানায় পুলিশ একটি চৌকস দল।

এ সময় সেখানে উপস্থিত তার স্ত্রী ও স্বজনসহ সহকর্মীরা কান্নায় ভেঙে পড়েন।

দ্বিতীয় জানাজা শেষে সার্জেন্ট কিবরিয়ার মরদেহ বিশেষ ব্যবস্থায় তার জন্মভূমি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সকাল ১১টায় সুবিদখালী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পূর্ব সুবিদখালী সরদার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এর আগে গতকাল মঙ্গলবার বাদ আছর ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সার্জেন্ট কিবরিয়ার মরদেহ নিয়ে সড়ক পথে বরিশালের উদ্দেশে রওনা দেন তার স্বজন ও সহকর্মীরা। বুধবার ভোর ৪টা ২০ মিনিটে কিবরিয়ার মরদেহ বরিশালে পৌঁছে।

গত সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় একটি কাভার্ড ভ্যান সার্জেন্ট কিবরিয়াকে চাপা দেয়। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক চালককে গ্রেফতার করাসহ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ  করার পর ২০১৫ সালে তিনি পুলিশ সার্জেন্ট পদে চাকরি নেন। প্রশিক্ষণ শেষে তার বরিশাল মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগে প্রথম পোস্টিং (পদায়ন) হয়। ৩ বছর আগে তিনি সহকর্মী নারী পুলিশ সার্জেন্ট মৌসুমীকে বিয়ে করেন । তাদের ২ বছরের একটি ছেলে সন্তান আছে।