গ্রাহকের ৬ লাখ টাকা আত্মসাৎ

গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার ৫ বছর কারাদণ্ড

আদালত

বরিশালে গ্রহীতাদের পরিশোধ করা ঋণ জমা না দিয়ে তা আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, উভয়কে ৯ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকালে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ মহসিন নূল হক আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো– গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন ও শাহ আলম। দেলোয়ার যশোরের ছাতিয়ানতলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। আর শাহ আলম বাগেরহাটের চালিতাবুনিয়ার হাতেম আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ১৩ জন গ্রাহকের ৫ লাখ ৯৭ হাজার ৭শ’ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করে দেলোয়ার ও শাহ আলম। এ ঘটনায় ২০১২ সালের ৩ অক্টোবর মামলা দায়ের করেন বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী। ২০১৪ সালের ১৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক বাহাদুর আলম ওই দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ ওই রায় দেন।