বরিশালে কমছে ডেঙ্গু রোগী

শেবাচিমবরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কমে আসছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৯১ জন। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিলেন ৬৭ জন এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৪ জন।

বরিশাল মেডিক্যালের পরিচালক ডা. বাকির হোসেন জানিয়েছেন, শুক্রবার (১৬ আগস্ট) দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ২৫৮ ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার ভর্তি ছিলেন ২৯৯ জন।

তিনি আরও জানান, ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মেডিক্যালে ভর্তি হয়েছে ১ হাজার ১১১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪৯ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চার জন। এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী ডেঙ্গু রোগীর মারা গেছেন।