বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু




শেবাচিমে চলছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব‌রিশালের শেরেবাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ‍এক ডেঙ্গু ‌রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে সুমাইয়া নামে ওই নারীর মৃত্যু হয়। সুমাইয়া পটুয়াখালীর দুমকি এলাকার ফজলুর হকের মেয়ে। এ নিয়ে হাসপাতালটিতে পাঁচ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। অন্যদিকে হাসপাতালে ১৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ১৬ আগস্ট সুমাইয়াকে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সোমবার দুপুর ২টায় তিনি মারা যান।

গত ১৬ জুলাই থে‌কে শেরেবাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে মোট ভ‌র্তি হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ২৮০ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯১ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গে‌ছেন পাঁচ জন। ‍এছাড়া গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ‍একজন গৃহবধূ মারা গেছেন।