বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরেকজনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত আরেকজন রোগীর মুত্যু

বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও একজন  ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত চিকিৎসাধীন আছেন ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ‘মৃত্যুবরণকারী ডেঙ্গু রোগীর নাম মনির হোসেন (৩৪)। তার বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রুকুন্দি গ্রামে। গত ১৮ আগস্ট রাত সোয়া ৯টার দিকে তাকে এই হাসপাতালে ভর্তি করা হন। গত রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান।

তিনি আরও জানান, বৃহস্পতিবার চিকিৎসাধীন ১৬৩ জনের মধ্যে পুরুষ ৯৩, মহিলা ৩৯ ও শিশু ৩১ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৫৭ জনের মধ্যে পুরুষ ৩০, মহিলা ১৮ ও শিশু ৯ জন। ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়া ৪১ জনের মধ্যে পুরুষ ৩০, মহিলা ৬ ও শিশু ৪ জন।

১৬ জুলাই থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৪৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ২৬৭ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৬ জন। এছাড়া গৌরনদীতে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূ এবং ঢাকায় নেওয়ার পথে এক গৃহবধূ মারা গেছেন।