সব স্কুল-কলেজে ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে: পলক

01ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশের সব জায়গায় তথ্য ও প্রযুক্তির সেবা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে। আর এজন্য দেশের সব স্কুল-কলেজগুলোতে শেখ কামাল ডিজিটাল ল্যাব স্থাপন করে প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হবে।’
বৃহস্পতিবার (২৬ অসেপ্টেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার আইসিটি বিষয়ক কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম আর ডিজিটাল ল্যাবের মধ্যে পার্থক্য রয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস রুমের মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষাকে ডিজিটাল রূপে গ্রহণ করবে আর ডিজিটাল ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা কম্পিউটারে পারদর্শী হবে।’
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনফো সরকার তৃতীয় পর্যায় প্রকল্পের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মো. জাহাঙ্গির খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. ফজলুল হক মিয়াসহ অনেকে।