১৪ বছরেও মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ শেষ হয়নি

১৪ বছরেও নির্মাণ শেষ হয়নি মুক্তিযোদ্ধ স্মৃতি ফলক

নির্মাণ কাজ শুরুর ১৪ বছর পার হওয়ার পরও ভোলায় মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক নির্মাণ শেষ হয়নি। ২০০৪-০৫ অর্থ বছরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ভোলার গণপূর্ত বিভাগের কালেক্টরেট ভবন কম্পাউন্ডে মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ শুরু করে। ভোলার তৎকালীন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ২০০৫ সনের  ৯ জুন মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ওই সময় শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত পাথর লাগানোর সময় শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আপত্তি করলে স্মৃতিফলক  নির্মাণ কাজ বন্ধ রাখা হয়। পরবর্তিতে সংশোধিত শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা গেজেটে প্রকাশিত হলেও ভোলার মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ কাজ সম্পন্ন হয়নি।

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্তমাহমুদ এ প্রতিনিধিকে জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা শিগগিরই পাওয়া যাবে। তালিকা পাওয়ার পর স্মৃতিফলকের নির্মাণ কাজ সম্পন্নের উদ্যোগ নেওয়া হবে।                                                                                                                                                                 ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ পারভেজ জানান, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ভোলার শহীদ মুক্তিযোদ্ধাদের গেজেট ভুক্ত সঠিক তালিকা পেলে রক্ষণাবেক্ষণ খাতের অর্থ দিয়ে ভোলার মুক্তিযোদ্ধা স্মৃতিফলক নির্মাণ সম্পন্ন করা হবে।