পটুয়াখালীতে ‘সি প্যালেস চাইনিজ রেস্টুরেন্টকে’ ১ লাখ টাকা জরিমানা

র‌্যাবের হাতে আটক ‘সি প্যালেস চাইনিজ রেস্টুরেন্টের’ ম্যানেজারপটুয়াখালীতে ‘সি প্যালেস চাইনিজ রেস্টুরেন্টকে’ ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আমিরুল ইসলাম এ জরিমানা করেন।

মামলার বাদী পটুয়াখালী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শারমিন সুলতানা জানান, দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে ম্যানেজার কাজী বাচ্চুকে (৪৪) আটক করা হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রেস্টুরেন্টটিতে অভিযান পরিচালনা করা হয়। পরে বিশুদ্ধ খাদ্য আদালতে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়। নিরাপদ খাদ্য আইন- ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক রেস্টুরেন্টটির ম্যানেজারকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন বিচারক।

পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, অভিযানে পুলিশ ও ‌র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।