ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপি’র মিছিল পণ্ড

Jhalakati Bnp Photoবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝালকাঠিতে পুলিশের বাধার মুখে বিএনপি’র বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি এই কর্মসূচি পালন করে।

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু জানান, মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে প্রবেশের সময় পুলিশ বাধা দেয়। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, অসুস্থ খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার নিন্দা জানাচ্ছি আমরা।

জেলা বিএনপি’র সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, সদর উপজেলা বিএনপি’র সভাপতি সরদার এনামুল হক এলিন, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটনসহ বিভিন্ন নেতাকর্মীরা।