সাবেক প্রতিমন্ত্রী ক্ষিতিশ চন্দ্র মণ্ডল আর নেই

ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভার সদস্য ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল মারা গেছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৯টায় পিরোজপুর শহরের শিকারপুরে নিজ বাসবভনে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ক্ষিতিশ চন্দ্র মণ্ডলের স্ত্রী ও পিরোজপুর মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মণ্ডল এ তথ্য জানান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। রাষ্ট্রীয় মর্যাদা জ্ঞাপন শেষে পিরোজপুর শ্মশানে তার মৃতদেহ সৎকার করা হয়।

ডা. ক্ষিতিশ চন্দ্র মণ্ডল বঙ্গবন্ধু সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হন। প্রথমে তিনি কৃষি ও খাদ্য এবং পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পরে তিনি খন্দকার মোস্তাকের মন্ত্রী সভারও সদস্য হন।

জিয়াউর রহমানের শাসনামলে ক্ষিতিশ চন্দ্র মণ্ডল আলজেরিয়া চলে যান। ৮০’র দশকে তিনি দেশে ফিরে আসেন এবং ১৯৯৩ সালে তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হন। ১৯৯৪ সালের নভেম্বর পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন।