‘আইসোলেশনে থাকা ভারতীয় নাগরিক করোনা আক্রান্ত নন’

বরগুনা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটবরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ভারতীয় নাগরিক করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত নন বলে নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সোমবার (২৩ মার্চ) সকাল ১০টায় বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন এ তথ্য জানান।

গত ১৮ মার্চ জ্বর, সর্দি-কাশি দেখা দেওয়ায় বরগুনা সদর উপজেলায় কর্মরত ভারতীয় ওই নাগরিককে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে সদর হাসপাতালের বাইরের একটি একতলা ভবনের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দিয়ে আসছিলেন।

বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বলেন, ‘ভারতীয় ওই নাগরিক স্বাভাবিক জ্বর, সর্দি-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভারত থেকে এসেছিলেন বলে তাকে বাড়তি সতর্কতার জন্য আলাদা ভবনে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পরে পটুয়াখালী স্বাস্থ্য বিভাগ থেকে একটি প্রতিনিধিদল হাসপাতালে এসে তার রক্তসহ অন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠায়। পরীক্ষায় তিনি করোনায় আক্রান্ত নন বলে জানায় আইইডিসিআর। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

তিনি ভারতের মহারাষ্ট্র থেকে গত ২ ফেব্রুয়ারি বরগুনায় আসেন। বরগুনায় জুয়েলারি শ্রমিকের কাজ করেন তিনি।