আগুনমুখা নদীতে নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার

উদ্ধার করা লাশপটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ৩৬ ঘণ্টার পর শনিবার (২৪ অক্টোবর) ভোরে আগুনমুখা নদীর বিভিন্ন জায়গা থেকে লাশগুলো উদ্ধার করেন কোস্টগার্ড ও স্থানীয়রা।

নিহত ব্যক্তিরা হলেন, রাঙ্গাবালী থানার পুলিশ কনস্টেবল মহিবুল্লাহ (৪৫), বাহেরচর কৃষি ব্যাংক শাখার পরিদর্শক মোস্তাফিজুর রহমান (৩৫), আশা ব্যাংকের খালগোড়া শাখার লোন অফিসার কবির হোসেন (৩০), শ্রমিক হাসান মিয়া (৩৫) ও ইমরান (৩৪)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল ৫টার দিকে রাঙ্গাবালীর কোরালিয়া লঞ্চঘাট থেকে ১৮ যাত্রী নিয়ে একটি স্পিডবোট গালাচিপার পানপট্টি যাওয়ার পথে ঢেউয়ের তোড়ে তলা ফেটে আগুনমুখা নদীতে ডুবে যায়। ১৩ যাত্রীকে জীবিত উদ্ধার হলেও ৫ জন নিখোঁজ ছিলেন।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে। যেহেতু পানিতে ডুবে মারা গেছে, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্পিডবোট চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।