চালকের ভূমিকায় ওসি, যাত্রী বিদায়ী কনস্টেবল

পিকআপের সঙ্গে ওসি ও বিদায়ী কনস্টেবল বরিশালের গৌরনদী থানার পিকআপচালক কনস্টেবল হারুন অর রশিদকে অন্যরকম বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। ৩৩ বছর যে গাড়ির চালক ছিলেন সেই গাড়িতে করেই তাকে বাড়ি পৌঁছে দিয়েছেন ওসি আফজাল হোসেন। তবে এবার তিনি চালক ছিলেন না। ছিলেন গাড়ির যাত্রী। চালক ছিলেন ওসি। কনস্টেবল হারুন অবসরজনিত ছুটিতে যান। তার বাড়ি পটুয়াখালী জেলায়। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় থানা চত্বরে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানানো হয়। এ সময় বিদায়ী কনস্টেবল হারুন অর রশিদকে পিকআপের বাম পাশে বসিয়ে নিজে চালিয়ে বাড়ির পথে এগিয়ে দেন ওসি। এর আগে কনস্টেবল হারুনের দীর্ঘদিন চালানো পিকআপটি ফুল ও বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজানো হয়।  

ওসি আফজাল হোসেন জানান, পুলিশ বাহিনীতে হারুন অর রশিদের অবদান স্মরণীয় করে রাখার পাশাপাশি পরস্পরের প্রতি সৌহার্দ্য বাড়াতে তাকে পিকআপে চড়িয়ে বাড়ির পথে এগিয়ে দেওয়া হয়েছে। এ সময় গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান পাভেলসহ থানার সকল সদস্য উপস্থিত ছিলেন।