উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গত সোমবার মধ্য রাতে শানুহার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৭টি মামলার পলাতক আসামি আনোয়ার বেপারী ও তার স্ত্রী খাদিজা বেগমকে ৩ কেজি ৮৬০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ২৮ হাজার টাকাসহ আটক করে পুলিশ।
মঙ্গলবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। দুপুরে আদালতের বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।