পিরোজপুরে সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ সদস্য আহত

পিরোজপুর শহরতলির কুমারখালী এলাকায় রবিবার (২৪ জানুয়ারি) গভীর রাতে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক সৈকত হোসেন সানি, উপ-পরিদর্শক মাহামুদুল হাসান, সহকারী উপ-পরিদর্শক মো. খাইরুল হোসেন, সহকারী উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এবং কনস্টেবল মো. মারুফ হাওলাদার।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান, কয়েকদিন আগে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে সিসি ক্যামেরা চুরি হয়। পুলিশ এ ঘটনায় রবিবার রাত ২টার দিকে কুমারখালী এলাকা থেকে হাসান সিকদারকে আটক করে থানায় আনার সময় হাসানের সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত এবং পুলিশের পিকআপ ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক তারেক আজিজুল্লাহ জানান, আহত পাঁচ পুলিশের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মাহামুদুল হাসান বাদী হয়ে ১৬ জনের নামসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় হাসানসহ ৮ জনকে আটক করেছে বলে জানান ওসি।