আগুনে মন্দিরসহ ৭ দোকান পুড়ে ছাই

পিরোজপুরের শহরের প্রেসক্লাব সড়কে শনিবার আগুন লেগে মন্দিরসহ ৫টি  দোকান ও দুটি গোডাউনযুক্ত কারখানা পুড়ে গেছে। এ আগুন লাগার ঘটনায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৫০ লাখ টাকার মালামাল।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আ. মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় এর পাশেই থাকা পিরোজপুর প্রেসক্লাব আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আ. মালেক জানান, জালাল মিয়ার লেপ-তোষকের দোকানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে পিরোজপুর সদরের ২টি, নাজিরপুরের ১টি ও ইন্দুরকানীর ১টিসহ মোট ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫টি দোকান, ২টি লেপ-তোষকের গোডাউন, ১টি মন্দির পুড়ে  গেছে। 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফসিউল ইসলাম বাচ্চু জানান, আগুনে প্রেসক্লাবের মালিকাধীন দুটি গোডাউন কাম কারখানা ও ৫টি দোকান পুড়ে গেছে। এ ছাড়া প্রেসক্লাব ভবনের দুটি কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।