শুদ্ধভাবে মাতৃভাষায় কথা বলা গর্বের: বিভাগীয় কমিশনার

একুশের প্রথম প্রহরে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাত ১২টা ১ মিনিটে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
পরে পর্যায়ক্রমে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেনসহ মহানগর আওয়ামী লীগের নেতারা ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, এবং ব্যক্তি পর্যায় থেকে শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নেমেছিল শহীদ মিনারে।

শ্রদ্ধা নিবেদন শেষে বিভাগীয় কমিশনার বলেন, শুদ্ধভাবে মাতৃভাষায় কথা বলা গর্বের বিষয়। আমাদের অনেকের ক্ষেত্রে আঞ্চলিকতা রয়েছে। কিছুটা ত্রুটি রয়েছে। চেষ্টা করছি এবং সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই যেন আমরা মাতৃভাষা শুদ্ধভাবে লিখি এবং কথা বলি। শুদ্ধভাবে মাতৃভাষার চর্চা করি।

জেলা প্রশাসক বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকেই বাঙালির আত্ম জিজ্ঞাসা শুরু যা থেকে পরবর্তীতে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছে। বাঙালি জাতির জন্য ভাষা আন্দোলন একটি উদাহরণ হয়ে থাকবে।

মহানগর আওয়ামী লীগ সভাপতি কেএম জাহাঙ্গীর হোসেন বলেন, রক্ত ঝরার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বীজ বপন করেছেন। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে রচিত হয়েছে আজকের সোনার বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

আজ রবিবার ভোরে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তি শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করতে আসবেন। শহীদ মিনার সবার জন্য উন্মুক্ত থাকবে।