ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভিক্ষুক নিহত

ইটবোঝাই ট্রাকের চাপায় আব্দুল মালেক (৫৮) নামের এক ভিক্ষুক নিহত হয়েছেন। বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কাশীপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই রেহানুর রহমান জানান, এই ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।