বৃষ্টির জন্য খোলা আকাশের নিচে নামাজ আদায়

চলছে তাপদাহ। এতে ক্ষতির সম্মুখিন দেশের দক্ষিণ অঞ্চলের কৃষক। এই তাপদাহ থেকে রক্ষা এবং বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে খোলা আকাশের নিচে দুই রাকাত ইজতেখার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

মঙ্গলবার ( ৪ মে) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে সকল পেশার শত শত মানুষ এই নামাজে অংশ নেন।

নামাজের ইমামতি করেন পটুয়াখালী বহালগাছিয়া বাধঁঘাট জামে মসজিদের খতিব মাওলানা মো. রেদওয়ানুল হক। নামাজ শেষে আল্লাহর নিকট মোনাজাত করেন তারা।