ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর দশমিনায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমাচ মাতুব্বর (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে)সকল ৯ টার দিকে দশমিনা সদর ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত কৃষক আলমাচ মাতুব্বর সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মতিউর রহমান মাতুব্বরের একমাত্র ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমাচ মাতুব্বর সকালে বাড়ি থেকে গরুর পাল নিয়ে মাঠে যায়। মাঠে গরু রেখে কাছাকাছি সুজন হাওলাদারের বন্ধ মুদি দোকানের সামনে গিয়ে বসেন। ওই দোকানে ইঁদুর মারার জন্য টিনসেটের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতা ছিলো। ওই পাতা ফাঁদে তার হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।