ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বরিশাল নগরীর একটি হাসপাতালে ভুল চিকিৎসায় কামরুন্নাহার বেগম (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ জুলাই) বেলা ১০টায় তিনি মারা যান। এ ঘটনায় ওই হাসপাতালের চিকিৎসক ফজলে রাব্বির বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে।

কামরুন্নাহার বেগম বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।

রোগীর ছেলে রায়হান আহমেদ ও মেয়ে তাসমিন রাইন তিথি জানান, তাদের মায়ের হাত ও পা ভেঙে যাওয়ায় চিকিৎসার জন্য ১৩ জুলাই রাহাত আনোয়ার হাসপাতালে ভর্তি করেন। রাতে তার অপারেশন হয়। এরপর ভালোই ছিলেন কামরুন্নাহার। বুধবার সকালে একটি ইনজেকশন দেওয়ার পর অস্থির হয়ে ওঠেন তিনি। সকাল ১০টার দিকে মৃত্যু হয় তার।

দুই সন্তানের ধারণা, ডা. ফজলে রাব্বির দেওয়া ইনজেকশনে তাদের মায়ের মৃত্যু হয়েছে। তা না হলে অপারেশনের পরেও তাদের মা ভালো ছিলেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষনের মধ্যে তিনি মারা যাবেন কেন। তারা ওই চিকিৎসকের বিচার দাবি করেন।

এ ব্যাপারে ডাক্তার ফজলে রাব্বি বলেন, ‘ওই রোগী কোনও ভুল চিকিৎসায় মারা যাননি। ধারণা করছি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। হৃদরোগের নমুনা ছিল কামরুন্নাহারের।’ হৃদরোগের ঝুঁকিপূর্ণ রোগীকে কেন অপারেশন করলেন? জানতে চাইলে তিনি লাইনটি কেটে দেন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।