শের-ই-বাংলার করোনা ওয়ার্ডের ৩০০ শয্যার ২২৪টিই ফাঁকা

বরিশালে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার কমে এসেছে। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় একজনেরও মৃত্যু হয়নি। এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির পিসিআর ল্যাবে ১৯২টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ শতাংশ।

তবে, রোগীরা সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ায় খালি হতে শুরু করেছে ৩০০ শয্যার এ করোনা ওয়ার্ড। বর্তমানে ২২৪টি শয্যায় ফাঁকা পড়ে আছে।

শনিবার (০৪ সেপ্টেম্বর) হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে কোনও রোগীর মৃত্যু হয়নি। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। একই সময়ে আটজন ভর্তি হয়েছেন। এর মধ্যে তিনজন করোনা পজিটিভ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন সাত হাজার ৮১ রোগী। এর মধ্যে দুই হাজার ২৭৮ জন করোনা পজিটিভ ছিলেন। ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন পাঁচ হাজার ৬৪৯ জন। এক হাজার ৩৫৬ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৪১০ জন।