আলোশিখা কার্যালয়ে অন্ধকার কাজ!

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামে বেসরকারি আলোশিখা সমাজ উন্নয়ন সংস্থার তৃতীয় তলা থেকে নির্বাহী পরিচালকসহ চার জনকে আটক করেছে পুলিশ। এ সময় হরিণের ৩৭ কেজি মাংস ও ছয়টি হরিণের চামড়া জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে তদের আটক করা হয়। আটকরা হলেন রাজিহারের বাসিন্দা সময়েল হালদারের ছেলে সংস্থার নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার, উপজেলার নবগ্রামের বাসিন্দা অজিত সরকারের ছেলে বিপ্লব সরকার, উপজেলার আহুত বাটরার বাসিন্দা রায় চন্দ্র হাওলাদারের ছেলে সুনীল চন্দ্র ও রাজিহারের বাসিন্দা চৈতন্য সরকারের ছেলে খোকন সরকার।

আগৈলঝাড়া থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, আটকরা এনজিওর তিনতলা ভবনের তৃতীয়তলায় গোপনে হরিণ জবাই করে তার মাংস বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে চার জনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় হরিণের মাংস ও চামড়া। 

ওসি আরও বলেন, ওই ভবন সংলগ্ন বাড়িতে আটক মৃদুল হালদারের একটি হরিণের খামার রয়েছে। যার সরকারি অনুুমোদন থাকলেও হরিণ জবাই করতে অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু মৃদুল কোনও অনুমতি না নিয়ে গোপনে হরিণ জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ কারণে তাকেসহ চার জনকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরসহ যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।