অল্পের জন্য প্রাণে বাঁচলো ১৫ জেলে

বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে ঢেউয়ের তোপে জেলেদের একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুয়াকাটা থেকে এক কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ট্রলারে থাকা আলী হোসেন মাঝি বলেন, ‘মাছ ধরতে ১৫ জেলে নিয়ে শুক্রবার (১০ সেপ্টেম্বর) আলীপুর মৎস্য বন্দর থেকে সমুদ্রে যাই। শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে হঠাৎ সমুদ্র উত্তাল হলে গভীর সমুদ্রে না গিয়ে বন্দরের দিকে ফিরে আসছিলাম। কুয়াকাটার তীরের কাছাকাছি এলে ঢেউয়ের তোপে ট্রলারটি উল্টে যায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলাম।’

ট্রলারটি দেখতে মানুষের ভিড়

সি-বিচ ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক লিটন বলেন, ‘হঠাৎ দেখলাম, ট্রলার উল্টে গেছে। ট্রলারে থাকা লোকজন এর ওপরে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আমার তিনটি ওয়াটার বাইক নিয়ে পাঁচজন ট্যুর গাইডকে পাঠিয়ে দিয়েছি। এই উত্তাল ঢেউয়ের মধ্যে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ১৫ জেলেকে নিরাপদে নিয়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর ঢেউয়ের তোপে ট্রলারটি কুয়াকাটা সানসেট ব্লক পয়েন্ট আসে। এ খবর শুনে ট্রলার দেখতে উৎসুক জনতা ভিড় জমায়।’