কালীগঙ্গা নদীতে সেতুর খবরে এলাকাবাসীর মাঝে আনন্দ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার কালীগঙ্গা নদীর (অতুলনগর খেয়াঘাট থেকে এক হাজার মিটার) ওপর সেতু নির্মিত হচ্ছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ-আল-মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ওই চিঠিটি ফেসবুকে শেয়ার করেছেন। সেতু নির্মাণের এ খবরে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জানান, গত ৫ সেপ্টেম্বর তিনি পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা মহাসড়কের চেইনেজ তিন হাজার ১৫০ মিটার অংশে পার্শ্ববর্তী কালিগঙ্গা নদীর ওপর অতুলনগর ঘাটে এক হাজার মিটার সেতু নির্মাণের ডিও লেটার দেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ-আল-মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, কালিগঙ্গা নদীর ওপর অতুলনগর ঘাটে সেতু নির্মাণের ফিজিবিলিটি স্টাডি সম্পাদন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘উন্নত সমৃদ্ধ পিরোজপুর গড়ার জন্য আমি কাজ করে যাচ্ছি।’

মালিখালী এলাকার বাসিন্দা নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৃষ্ণা বসু বলেন, ‘কালীগঙ্গা নদীর ওপর সেতু হচ্ছে এ খবরে আমরা আনন্দিত। বর্ষাকালে এ নদী থাকে খুবই উত্তাল। খেয়া পার হতে গিয়ে অনেক সময় নৌকাডুবির ঘটনা ঘটে। আমরা কৃতজ্ঞতা জানাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। কৃতজ্ঞতা জানাই, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের প্রতি। তার চেষ্টায়ই এটি নির্মিত হচ্ছে।’

মালিখালী ইউনিয়নের ৪নং মালিখালী ওয়ার্ডের ইউপি সদস্য তপন মণ্ডল বলেন, ‘বর্ষাকালে কালীগঙ্গা নদী থাকে উত্তাল। এই নদীতে (অতুলনগর এলাকায়) সেতু হচ্ছে এ খবরে আমাদের মাঝে এখন আনন্দের বান। দোয়া করি পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের জন্য। মালিখালী এলাকার মানুষের রোগব্যাধি হলে চিকিৎসা করাতে যেতে হয় টুঙ্গিপাড়ায়। সেতু হলে তারা নাজিরপুরে চিকিৎসা করাতে যেতে পারবেন।’

স্থানীয় বাসিন্দা অধ্যাপক প্রাণকৃষ্ণ বিশ্বাস বলেন, ‘পিরোজপুর-১ আসনের নাজিরপুর উপজেলা ছিল সবচেয়ে বেশি অবহেলিত। শ্রদ্ধেয় শ ম রেজাউল করিম সংসদ সদস্য ও মন্ত্রী হওয়ার পর তার এলাকায় একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন।’