‘ই‌উনিয়নের বদনাম হলে পেটে সিরিঞ্জ ঢুকিয়ে দেবো’

ঝালকাঠিতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচিতে পোনাবলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল বাশার খানের বিরুদ্ধে এক স্বাস্থ্য সহকারীকে মারধরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম এনায়েত করিম (৩৫)। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ।

এনায়েত করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টা থেকে করোনার টিকাদান কর্মসূচি চলছিল। তিনি ও তার এক সহকর্মী টিকা দিচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে ইউপি চেয়ারম্যান আবুল বাসার খান এসে পেছন থেকে তাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। মারধরের কারণ জানতে চাইলে নারীদের লাইনে পুরুষ প্রবেশ করেছে বলে গালাগালি করতে থাকেন তিনি। এক পর্যায়ে ‘ই‌উনিয়নের বদনাম হলে তোর পেটে সিরিঞ্জ ঢুকিয়ে দেবো’ বলে হুমকিও দেন। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদ জানান, এক স্বাস্থ্যকর্মীকে মারধরের ঘটনাটি জেলা প্রশাসক ও সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেছেন। তাদের পরামর্শ অনুযায়ী আহত স্বাস্থ্যকর্মীকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবুল বাসার খান বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। স্বাস্থ্য সহকারী এনায়েত করিম মিথ্যাচার করছেন। এমন কোনও ঘটনা ঘটেনি বলে দাবি তার।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।