মোটরসাইকেলের বহরে এসে বিএনপির ২ কার্যালয় ভাঙচুর

ঝালকাঠিতে জেলা বিএনপির দুই গ্রুপের কার্যালয়ে হামলা ও ভাঙচুররে ঘটনা ঘটেছে। সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। জেলা বিএনপির দাবি, ২০-২৫ জনের একটি দল প্রায় ১৫টি মোটরসাইকেলযোগে এসে জয় বাংলা স্লোগান দিয়ে পরপর দুইটি কার্যালয়ে হামলা চালায়।

বিএনপির একাংশের নেতা আনিসুর রহমান তাপু বলেন, ‘সন্ধ্যায় শহরের আমতলা সড়কের জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী সন্ত্রাসী।’

bnp2

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. শাহদাত হোসেন বলেন, ‘সন্ধ্যায় মোটরসাইকেলের বহর নিয়ে একদল দুর্বৃত্ত সরকার দলীয় স্লোগান দিয়ে আমাদের দলের জেলা কার্যালয়ে এসে চেয়ার, টেবিল, দরজা ও জানালা ভেঙে তছনছ করে দিয়েছে। এরা আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর ছবি ভাঙচুর করেছে। বিষয়টি উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুণ কুমার কর্মকার বলেন, ‘ঝালকাঠিতে বিএনপির দলীয় কার্যালয় কোথায় তা আমরা জানি-ই না। আর এ ঘটনা সম্পর্কে আওয়ামী লীগ বা আমাদের কোনও সংগঠন জড়িত নয়।’

ঝালকাঠি থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, ‘শহরের দুই স্থানে বিএনপির দুইটি কার্যালয়ে হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।’