৩০ মণ জাটকা গেলো এতিমখানা-মাদ্রাসায়


পটুয়াখালীর মহিপুর থেকে ৩০ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। শনিবার (৬ অক্টোবর) রাতে শেখ জামাল সেতুর টোল পয়েন্টে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কোনও ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, রাত ৯টার দিকে ইলিশ ভর্তি একটি ট্রাক মহিপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক থেকে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। জব্দ হওয়া মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে রাতেই বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা এম জমির হোসেন জানান, কোস্টগার্ডের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকেবে। এছাড়া পরবর্তীতে জাটকা ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এ সময় কেউ জাটকা ধরা, বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।