পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে ভাঙচুর

পটুয়াখালীতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী পৌর শহরের বনানী এলাকার জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য চলমান আন্দোলনে ব্যাঘাত ঘটাতে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করছে বিএনপির নেতাকর্মীরা।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি সফিউল বাসার উজ্জ্বলের অভিযোগ, ‘বেলা ১১টার দিকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী নিয়ে দলীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ এলে ছাত্রলীগের নেতাকর্মীরা চলে যায়। কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় এসে বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা ও বিভিন্ন  ইউনিয়ন থেকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে আসার পথে তাদের বাধা এবং মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।’

bnp25

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের দাবি, ‘ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর করেছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি, চেয়ার, টেবিল, ফ্যান ও আসবাবপত্র ভাঙচুর করেছে। এর আগেও কয়েকবার আমাদের কার্যালয়ে হামলা ও আগুন দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।’

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশিষ কুমার হৃদয়ের দাবি, ‘অনেকদিন ধরে ছাত্রলীগের কমিটি নেই। বিএনপির নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তার দায়ভার ছাত্রলীগের ঘাড়ে চাপাতে চাইছে তারা। বিএনপির মধ্যে দুইটি গ্রুপ রয়েছে এরা নিজেরা অফিস ভাঙচুর করে ছাত্রলীগকে দোষারোপ করছে।’

পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। তবে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’