৬০ লাখ টাকার জালে আগুন, ৮ মণ জাটকা গেলো এতিমখানায়

পটুয়াখালীর কলাপাড়ায় তিন লাখ মিটার কারেন্ট জাল, আটটি বেহুন্দী জাল, ছোট ফাসের ৯টি চিংড়ি জাল ও ছয় মণ জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার রাত পর্যন্ত রাবনাবাদ ও আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দ হওয়া অবৈধ এ জালের বাজারমূল্য প্রায় ৬০ লাখ টকা। পরে রাত নয়টার দিকে জব্দকৃত জাল কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সামনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আখতার মোর্শেদ, উপজেলা মৎস্য  অফিসের সহকারী ক্ষেত্র মো. মহাসীন ও নৌ-পুলিশ ফাঁড়ির এ.এসআই কামরুল ইসলাম।

এদিকে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ১০০ কেজি জাটকা ও (২৫ সেন্টিমিটারের নিচে) ৪০ কেজি পাঙাসের পোনা জব্দ করে মৎস্য বিভাগ। পরে জাটকা পরিবহনের দায়ে অটো চালক আবদুল সত্তার মুন্সীকে (৪০) পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী  ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল্লাহ হক ।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আকতার মোর্শেদ জানান, কিছু অসাধু জেলে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ শিকার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নৌ-পুলিশের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে, পাশাপাশি সবার প্রতি একটি ম্যাসেজ হলো সাগর এবং নদী সম্পূর্ণ অপরাধমুক্ত রাখার বিষয়ে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।