একসঙ্গে ৩ সন্তানের জন্ম, অবস্থা আশঙ্কাজনক

পটুয়াখালীতে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পারভীন বেগম নামে এক গৃহবধূ। গত ২৩ এপ্রিল সকালে পটুয়াখালী পৌর শহরের আবদুল্লাহ ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম দেন। মা ও সন্তানদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

পারভীন বেগম বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া (ধর্মনারায়ণ) গ্রামের জাকির হোসেনের স্ত্রী। একসঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে হাসপাতালে নবজাতকদের দেখতে ভিড় করছেন অনেকে।

জাকির হোসেন বলেন, ‘আমি ইটভাটায় কাজ করি। কাছে কোনও টাকা-পয়সা নেই। আমার স্ত্রী ও সন্তানতের অবস্থা ভালো না। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন। আমি কীভাবে চার জনের চিকিৎসা করাবো? এই মহূর্তে চিকিৎসার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

আবদুল্লাহ ক্লিনিকের গাইনি বিশেষজ্ঞ ডা. আনোয়ার হোসেন জানান, ‘সিজারের মাধ্যমে ওই নারী তিনটি অপ্রাপ্তবয়স্ক পুত্র সন্তান জন্ম দিয়েছেন। বর্তমানে তাদেরকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ক্যানুতে (নবজাতকের জন্য বিশেষ যত্ন বিভাগ) পাঠানো হয়েছে। তাদের বাঁচাতে হলে উন্নত চিকিৎসা প্রয়োজন।’

এ বিষয় পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের কছে জানতে চাইলে তারা বলেন, ‘আমরা কিছু বলতে পারবো না। এ বিষয়ে তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেন।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আবদুল মতিনের মোবাইল ফোনে একাধিকবার কল করে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।