বরিশালে সাংবাদিককে অপহরণের চেষ্টা: গ্রেফতার ৩

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টার ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩ জুন) সকালে পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন— বরিশালের উত্তর ‍আমানতগঞ্জ এলাকার মামুন সিকদার, নুরুল মোমেন ও নথুল্লাবাদ এলাকার মাহমুদ। এর আগে সাংবাদিক অপুকে অপহরণের চেষ্টায় মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিককে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, সাংবাদিক অপুকে অপহরণ চেষ্টার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। এরপর ভিডিও ফুটেজ ও বিভিন্ন সূত্র ধরে অভিযানে নামে গোয়েন্দা পুলিশ। গোপন খবরে সকালে পটুয়াখালীর মহিপুরে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

দুপুরে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার মনজুর রহমান জানান, আসামিদের দাবি, মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক মামুন মল্লিক নিজ ভবনে দৈনিক সময় সংবাদ নামে একটি পত্রিকার সাইনবোর্ড লাগিয়ে ছিলেন। সেটা নিয়ে সাংবাদিক অপুর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। সেজন্য অপুকে হেনস্তা করতে জেহাদ ও হবিবকে নির্দেশ দেন মামুন। তবে পুরো তদন্ত না করে নিশ্চিত কিছুই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ২৯ মে বিকালে সময় টিভির বরিশাল অফিসে যাওয়ার পথে ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণ চেষ্টার অভিযোগ ওঠে। ওই দিন রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন তিনি।