পদ্মা সেতুর উদ্বোধন দেখতে গিয়ে নিখোঁজ ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশন থেকে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর ছাত্রলীগ নেতা আল আফছার তামিমের (২৬) মরদেহ পাওয়া গেছে। সোমবার (২৭ জুন) সকালে স্থানীয়রা পদ্মা নদীর শরীয়তপুরের জাজিরা পয়েন্টে মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পরে দুপুর দেড়টার দিকে সিধার চর এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

তামিম ভোলার চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম মজির উদ্দিনের ছেলে। চরফ্যাশন সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং একই কলেজের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে সিধার চর এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং গত ২৫ জুন পদ্মায় ট্রলার উল্টে নিখোঁজের পরিবারকে খবর দেওয়া হয়। তার ভগ্নিপতি মরদেহটি নিখোঁজ তামিমের বলে শনাক্ত করেন। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

ভগ্নিপতি মো. ইউনুস বলেন, আমরা জাজিরা থানা থেকে তামিমের মরদেহ বুঝে পেয়েছি। মরদেহের গোসলের ব্যবস্থা চলছে। এরপর বাড়ির উদ্দেশে রওনা দেবো। মঙ্গলবার সকাল ৮টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের লাশ ভোলায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শেষে পদ্মা নদীর কাঁঠালবাড়ী ঘাট থেকে মাওয়া ঘাটে পৌঁছানোর পাঁচ মিনিট আগে প্রবল স্রোতে ট্রলার উল্টে যায়। এ সময় ২৩ জন যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায় ট্রলারটি। তখন ২১ যাত্রী নদীতে ভাসতে থাকেন। তাদের মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ সভাপতিসহ পাঁচ নেতাকর্মী ছিলেন। তখন ভাসমান অবস্থায় পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের একটি স্পিডবোট ২২ জনকে উদ্ধার করে। সেখানে নিখোঁজ থাকেন তামিম।