প্রতিবেশীর হামলায় আহত সাবেক সেনা সদস্যের সিএমএইচে মৃত্যু

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রতিবেশীর হামলায় আহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল বাশার (৫৫) মারা গেছেন। সোমবার (২৭ জুন) রাতে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবুল বাশার উপজেলার চাঁদপাশা ইউনিয়নের চন্ডীপুর গ্রামের মৃত সুজারউদ্দিন হাওলাদারের ছেলে। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ২০০১ সালে সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদ থেকে অবসরে যান।

আবুল বাশারের ছেলে সাজেদুল ইসলাম শুভ বলেন, ‘প্রতিবেশী ওমর আলী, তার স্ত্রী রানী, তাদের ছেলে বেল্লা, সজিব ও সাদ্দাম মাদক বিক্রি করে। সেই সঙ্গে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত। তাদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় আমার বাবার ওপর ক্ষুব্ধ হয়। গত ২০ এপ্রিল সকালে পুলিশ তাদের গ্রেফতারে চন্ডীপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন বাবা। বিষয়টি দেখে অভিযুক্তরা মনে করে, বাবা তাদের বিষয়ে কোনও তথ্য দিচ্ছে। এর জেরে পুলিশ চলে যাওয়ার পরপরই মাদক বিক্রেতা তারা ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। প্রথমে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার সিএমএইচে নেওয়া হয়। সোমবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বরিশাল এয়ারপোর্ট থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছি।’

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, মঙ্গলবার ঢাকায় ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছ লাশ হস্তান্তর করা হবে। কুপিয়ে জখমের মামলাটি হত্যা মামলায় রূপ নেবে। ‍মামলার আসামি বেল্লাল জেলে রয়েছে। অন্যরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।