ডিবি পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে শিক্ষকের টাকা ছিনতাইয়ের অভিযোগ 

ঝালকাঠিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ফজলুল করিম নামে এক স্কুলশিক্ষককে গাড়িতে তুলে নিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ২৯ জুন বিকালে শহরের শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।

ফজলুল করিম ঝালকাঠির নলছিটি উপজেলার সেওতা গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুন) থানায় অভিযোগ করেছেন তিনি।

ফজলুল করিম বলেন, ‘বুধবার ঝালকাঠিতে পিটিআই প্রশিক্ষণ বাবদ পাওয়া ৩৬ হাজার টাকা এবং ইসলামী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে বাড়ির উদ্দেশ্যে শহরের আড়ৎদারপট্টি থেকে অটোরিকশায় উঠি। বিকাল ৩টা ২০ মিনিটে পুরাতন কলেজ রোডে শিল্পকলা অ্যাকাডেমির সামনে পৌঁছালে পেছন থেকে একটি সাদা রঙের প্রাইভেটকার এসে গতিরোধ করে। এ সময় ডিবি পুলিশের মতো পোশাক পরা কয়েকজন যুবক অস্ত্র দেখিয়ে জোর করে প্রাইভেটকারে তুলে নেয়। চিৎকারের চেষ্টা করলে তারা দ্রুত কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে ফেলে এবং হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘প্রাইভেটকারে তোলার পর তারা বলে, ‘‘তোর নামে হত্যা মামলা আছে, তোর অভিভাবকে ফোন করে দ্রুত ১০ লাখ টাকা দিতে বল’’। পরে আমার কাছে থাকা দুই লাখ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নিয়ে বরিশালের বারইজ্জারহাট নামক স্থানে ফেলে দিয়ে চলে যায়। এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরেফিন ইসলাম জানান, ফজলুল করিম নামে এক শিক্ষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় তদন্ত চলছে।