কুয়াকাটায় খাবারের দাম বেশি রাখা ও মেয়াদোত্তীর্ণ পণ্য দেওয়ায় জরিমানা

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের কাছে বেশি দামে খাবর বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করায় তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এর আগে, পর্যটকদের কাছে খাবারের দাম বেশি রাখা হচ্ছে, এ বিষয়ে বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বুধবার (১৩ জুলাই) বিকাল ৪টায় কুয়াকাটা পৌর শহরের জিরো পয়েন্টে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এ সময় ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, খাবারের দাম বেশি রাখায় জয় হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক গণেশ চন্দ্রকে (৪২) ১৫ হাজার, গাজী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক হুমায়ুনকে (৪৯) ২০ হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করায় আল আরাফাহ আচারের দোকানের মালিক মাসুদকে (৩৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কুয়াকাটায় ব্যাপক  পর্যটক আসছেন। তারা যাতে কোনোভাবে প্রতারিত না হন এ জন্য অভিযান অব্যাহত থাকবে।