মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২০ জুলাই) দুপুর ১২টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার হেলিপ্যাড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত শিশুকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। 

নিহতরা হলেন—অটোরিকশাচালক হাসিব খান (২৫), যাত্রী আমির চৌধুরী (৬০) ও সোহাগ সিকদার (৩০)। নিহত আরও দুই নারীর পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা অটোরিকশার যাত্রী।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, ১২টার দিকে পটুয়াখালী থেকে বরিশালগামী বাস হেলিপ্যাড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ চার যাত্রী মারা যান। আশঙ্কাজনক অবস্থায় এক শিশু ও তার মাকে শের-ই-বাংলা মেডিক্যালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা গেছেন। শিশুটির চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ওসি ‍আরও জানান, অটোরিকশাটি বাকেরগঞ্জ থেকে যাত্রী নিয়ে লেবুখালীর ‍উদ্দেশ্যে যাচ্ছিল। ‍দুর্ঘটনায় নিহতদের মধ্যে ‍একই পরিবারের দুই জন রয়েছেন বলে জানা গেছে। তবে সবার পরিচয় পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।