খুঁটিতে বেঁধে প্রতিবন্ধী যুবককে নির্যাতন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভোলার লালমোহন উপজেলায় খুঁটির সঙ্গে বেঁধে প্রতিবন্ধী এক যুবককে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নমগ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার যুবকের নাম জয় চন্দ্র মেস্তুরি (১৮)। তিনি নমগ্রামের শ্যামল চন্দ্র মেস্তুরির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার প্রতিবেশী এক যুবককে চড় দেওয়ার অভিযোগ ওঠে জয় চন্দ্রের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে জয় চন্দ্রকে স্থানীয় একটি মন্দিরের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন ওই যুবকের স্বজনরা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই যুবককে খুঁটির সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করছেন কয়েকজন যুবক। তাদের মারধরে ওই যুবক গুরুতর আহত হন। এ সময় আশপাশে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও কেউ ওই যুবককে রক্ষা করতে এগিয়ে আসেননি।

নির্যাতনের শিকার জয় চন্দ্রের বাবা শ্যামল চন্দ্র মেস্তুরি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার প্রতিবন্ধী ছেলেকে মারধর করেছে একই গ্রামের বাসিন্দা তাপস পাল, অশোক চন্দ্রসহ আরও কয়েকজন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। বর্তমানে ছেলেটি চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িত তাপস, অশোকসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে জানতে চাইলে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, কি কারণে এমন নির্যাতনের ঘটনা ঘটেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।