জুতার কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ শ্রমিকরা

বরিশাল শিল্প নগরীর বিসিকে ফরচুন নামে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার (২০ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

কারখানার শ্রমিকরা জানান, শনিবার দুপুর ২টা ৫০ মিনিটের দিকে তিনতলা ভবনের দ্বিতীয় তলার ফিনিশিং রুম থেকে আগুনের সূত্রপাত হয়। ওই কক্ষে শিপমেন্টের জন্য রাখা চামড়া থেকে শুরু করে প্লাস্টিক ও রাবারের জুতা ছিল। সেখান থেকে ধোঁয়া বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে। ধোঁয়া ও গ্যাসে কক্ষগুলো আচ্ছন্ন হয়ে পড়লে সবাই চিৎকার করতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মহাব্যবস্থাপক জাহাঙ্গীর কবির বলেন, ‘শনিবার সাপ্তাহিক ছুটির দিন। কিন্তু শিপমেন্ট থাকায় ৬০ জন শ্রমিক নিয়ে কাজ চলছিল। দুপুরে সবাই খেতে যান। তখন কারখানার ফিনিশিং কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ধোঁয়া ও গ্যাসে কিছু শ্রমিক অসুস্থ হলে পড়েন। তবে প্রাথমিক চিকিৎসায় তারা সুস্থ হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।’

বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত না করে ক্ষয়ক্ষতি পরিমাণ জানানো সম্ভব নয়।’

উদ্যোক্তা নাজমুন্নাহার রিনা ও সাহাবুদ্দিন হাওলাদার জানান, পদ্মা সেতু খুলে দেওয়ার পর বড় বড় প্রতিষ্ঠান বিসিকে কারখানা করতে আগ্রহী হচ্ছে। এতে বিসিকে শিল্প প্রতিষ্ঠান বাড়বে। এ জন্য বিসিক শিল্প নগরীর মধ্যে একটি ফায়ার স্টেশন, স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ ফাঁড়ির দাবি করেন তারা।