ট্রলারডুবির একদিন পর ১১ জেলের সন্ধান মিললো ভারতে

পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগরে শুক্রবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ১১টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে মোট ৩৪ জন জেলে নিখোঁজ হয়েছেন। এর মধ্যে ১১ জনের সন্ধান পাওয়া গেছে ভারতে।

দেশটির মৎস্য ইউনিয়ন উদ্ধার হওয়া জেলেদের তথ্য জানিয়ে ছবিসহ পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।

তবে তারা কীভাবে সেখানে পৌঁছেছে আর সাগর থেকে কারা তাদের উদ্ধার করেছে তা জানা যায়নি। তবে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার ডুবে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন ওই জেলেরা।

আনসার উদ্দিন মোল্লা জানান, উদ্ধার হওয়া জেলে মধ্যে জসিম মাঝির বাড়ি ভোলার চরফ্যাশনে। এ ছাড়া ইব্রাহীম, ফজলু চৌকিদার, জামাল সরদার, কামাল হাওলাদার, ইউসুফ হাওলাদার, কাশেম মুসল্লি, আবুল কালাম, আব্বাস গাজী, সাজু মিয়া ও আকবর হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার মহিপুর থানার বিভিন্ন ইউনিয়নে।

তিনি আরও জানান, নিখোঁজ জেলেদের উদ্ধার তৎপরতায় কন্ট্রোলরুমে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। সাতটি ট্রলার এখনও নিখোঁজ রয়েছে। ভারতীয় মৎস্য ইউনিয়নের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। আর কোনও নিখোঁজ জেলে সন্ধান পেলে তারা জানাবে।

মহিপুর থানার ওসি খোন্দকার আবুল খায়ের বলেন, ‘নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জন ভারতে উদ্ধার হয়েছে। আমরা খোঁজখবর নিচ্ছি।’