প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার, তরুণ কারাগারে

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম (১৮) নামে এক তরুণকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২ নভেম্বর) বিকালে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মামুনুর রহমানের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সহকারী রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, মঙ্গলবার বিকালে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে মহিপুর থানা পুলিশ। আরিফুল কলাপড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের পশ্চিম ধুলাসার গ্রামের বাহাদুর ভূঁইয়ার ছেলে।

মহিপুর থানার এসআই মো. আসাদ জানান, এ ঘটনায় ধুলাসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু মিয়া বাদী হয়ে আরিফকে প্রধান আসামি করে মহিপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। মামলায় আর ২/৩ জনেকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গতকাল দুপুরে প্রথমে আরিফুল ইসলাম নামের আইডি থেকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে কয়েকটি ছবি পোস্ট করা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে আইডির নাম পরিবর্ত করে রাখা হয় ‘চরমোনাই মুজাহিদ’। রাতে স্বেচ্ছাসেবকলীগ নেতার অভিযোগের ভিত্তিতে আরিফের কাছ থেকে ওই ফেসবুক আইডিসহ মোবাইল উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।