ইশরাকসহ বিএনপির ১৩০ নেতার বিরুদ্ধে বরিশালে মামলা

ঢাকা থেকে গাড়ি বহরে এসে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে মডার্ন ক্লাবে হামলা ও ভাঙচুরের অভিযোগে ইশরাক হোসেনসহ বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী বাদী হয়ে ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি মামলাটি করেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, আজ সকাল আনুমানিক ৬টার দিকে মাহিলাড়া বাজারের সামনে অবস্থান করছিলেন বাদীসহ আরও কয়েকজন। হঠাৎ ৭০/৭৫টি গাড়ির বহর এসে বাজারের বরিশাল-ঢাকা মহাসড়কে থামে। এরপর গাড়ি থেকে নেমে মডার্ন ক্লাবে হামলা ও ভাঙচুর চালিয়ে ক্লাবের মধ্যে থাকা টিভি, চেয়ার ও টেবিল ভাঙচুর করে। এ সময় ক্লাবে রক্ষিত বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, আবুল হাসনাত আব্দুল্লাহর ছবি ছিঁড়ে ফেলে গাড়ি বহর নিয়ে চলে যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে। বাদীর মোটরসাইকেলে আগুন দেওয়ার চেষ্টা চালায়। এ ছাড়া মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস কবিরাজকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। উপজেলা ছাত্রলীগ নেতা সঙ্গীত সিকদারসহ আরও দুজনকে মারধর করে। 

এ বিষয়ে ইশরাকের গাড়ির বহরে থাকা ঢাকার ওয়ার্ড পর্যায়ের নেতা মামুন ভূঁইয়া ও ইমরান হোসেন দাবি করেন, তারা আমাদের গাড়ি বহরের সাতটি গাড়ি ভাঙচুর করেছে। আমাদের মেরে আহত করেছে। উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করেছে। বিষয়টি জানার পর ইশরাককে নিয়ে ওই পথে ঢাকায় না গিয়ে গাড়ির বহর নিয়ে বেকুটিয়া ফেরি পার হয়ে ঢাকার উদ্দেশে চলে যান বলে জানিয়েছেন তারা।